Saturday, October 5, 2024

নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

- Advertisement -

চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ হাসান নামে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার  রাত ১২টায় উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকার রেললাইনের পাশে একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ হাসান (৩৫) চুনতি ইউনিয়নের মিরিখিল গ্রামের পান ব্যবসায়ী ইছহাক সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, হাসান চুনতি বাজারে পানের ব্যবসা করতেন। তিনি গত ১২ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার রাতে স্থানীয়রা ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ পায়। এরপর সেখানে হাসানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার পকেটে থাকা টাকা ছিনতাই করে হত্যা করে মরদেহ ব্রিজের নিচে ফেলে গেছে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনের পাশে একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক দুজনকে থানায় আনা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

অনলাইন ডেস্ক।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত