Friday, October 4, 2024

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও পৌর কাউন্সিলর জুয়েল গ্রেপ্তার

- Advertisement -

নড়াইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় নড়াইল পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ. জেড এম ইকবাল আলম জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবাল আলম জুয়েল নড়াইল পৌর-সভার ডুমুরতলা গ্রামের হাজী মোহাম্মদ শামসুল আলমের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট সদর উপজেলার নাকশি বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। ওই মামলায় কাউন্সিলর জুয়েল ৩৪ নম্বর আসামি। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি কাউন্সিলর জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত