- Advertisement -
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পুলিশ বাহিনীর সদস্যরা।
বৃহসপতিবার সকাল ১১ টায় নড়াইল পুলিশ লাইন্সের ভিতরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে একাডেমির ভিতরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে মিছিলে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।
পুলিশ সদস্যরা বলনে, আমরা দেশের জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালনকালে আমাদের নিরীহ সদস্যদের খুন করা হয়েছে। আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলাম। তাহলে কেন আমাদের থানা জ্বালিয়ে দেওয়া হবে। কেন আমাদের হত্যা করা হবে। আমরা এ জঘন্যতম হত্যাকাÐের ন্যায়সঙ্গত বিচার চাই।
আর কে-০৩
- Advertisement -