বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সৃষ্টি হওয়া সুযোগ কাজে লাগিয়ে নড়াইলের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন নড়াইলে নবনিযুক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বুধবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি নিজের এ আশাবাদ ব্যক্ত করেন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে জেলায় দায়িত্বরত গণমাধ্যম কর্মীরা নড়াইলের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলাসহ নানা খাতে বিদ্যমান সমস্যা অনিয়ম দুর্নীতি সমূহ তুলে ধরে সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক সবার দেয়া তথ্য লিপিবদ্ধ করেন এবং সমাধানের আশ্বাস দিয়ে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে কাজের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটি যাতে বিফলে না যায়।
বৈষম্যহীন একটি উন্নত নড়াইল গঠন করা যায় সে লক্ষে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
আর কে-০১
- Advertisement -