নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে দাউদ শেখের আধা-পাঁকা বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে কমপক্ষে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চর মল্লিকপুর গ্রামের কৃষক দাউদ শেখের আধা-পাঁকা বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঘরে থাকা নগদ টাকা, কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্থ দাউদ শেখ বলেন,সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে। এতে করে আমার আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওসি আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আর কে-০৭
- Advertisement -