নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের নবাগত জেলা প্রশাসক মহোদয়াকে ফুলের শুভেচ্ছা জানান নবাগত পুলিশ সুপার।
শুক্রবার নড়াইল জেলার সার্কিট হাউজে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মহোদয়াকে নড়াইল জেলায় যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়।
নতুন জেলা প্রশাসক মহোদয় ইতোঃপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। অতঃপর জেলা প্রশাসক মহোদয় অত্র জেলার নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
নড়াইল জেলার উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম. এম. আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিসান আলী, সহকারী কমিশনার; মীর শরিফুল হক, ডিআইও-০১ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল উপস্থিত ছিলেন।
আর কে-১০
- Advertisement -