Thursday, October 3, 2024

তৌহিদ হৃদয় ছোট ভাইয়ের মতো, প্রেম হবে কেন : জাহারা মিতু

- Advertisement -

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতুকে নিয়ে গুঞ্জন কোনোভাবেই থামছে না। আওয়ামী লীগ সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নায়িকার সম্পর্ক নিয়ে নানা ‘চটকদার’ শিরোনামে খবর প্রচার হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

যেখানে দাবি করা হয়, ওবায়দুল কাদেরকে নিজের অভিভাবক মানতেন মিতু। তাদের দু’জনের মধ্যে ছিল বেশ ভালো সম্পর্ক। শুধু তাই নয়, এর মধ্যে একটি গণমাধ্যম আরও একধাপ এগিয়ে  ‘নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের’ এই শিরোনামে একটি সংবাদ ভিডিও প্রকাশ করে।

বিষয়টি নিয়ে চরম ক্ষুব্ধ হন এই অভিনেত্রী। সেই সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে, মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি।’

কাদেরকে নিয়ে মিতুকে জড়িয়ে গুঞ্জন যখন থেমে এসেছে, তখনই রোববার (৮ সেপ্টেম্বর) সকালে এই নায়িকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি খবর ঘুরপাক খাচ্ছে।

যেখানে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে মিতুর। তাদের একজন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, অপরজন তৌহিদ হৃদয়। অভিনেত্রীর জন্য দুজনের মাঝে নাকি দ্বন্দেরও সৃষ্টি হয়েছে।

বিষয়গুলো নিয়ে রোববার বিকেলে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন জাহারা মিতু। যেখানে অভিনেত্রী দাবি করেছেন, তাকে নিয়ে প্রচারিত খবরগুলো মিথ্যা, গুজব। এসবের কোনো সত্যতা নেই।

মিতু বলেন, ‘গেল কয়েক সপ্তাহ ধরেই আমাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব রটানো হচ্ছে। যার শুরুটা সাবেক একজন মন্ত্রীকে ঘিরে। একটি গণমাধ্যম দাবি করল, আমি নাকি মন্ত্রীপাড়ায় গিয়ে কাউকে ঘুম পাড়িয়ে আসি। আচ্ছা, এটা কী সম্ভব? মানুষ প্রেমের গুঞ্জন হলেও বিশ্বাস করতো, এসব তো কেউ বিশ্বাস করবে না। এমন মিথ্যা রটানোর তো কোনো মানে নেই।’

মিথ্যা ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন জানিয়ে অভিনেত্রী বলেন, ‘তিনদিন আগেই উত্তরা পশ্চিম থানাতে জিডি করেছি। আমার ভক্তরাও বুঝতে পারছেন, এসবই ভুয়া। এই নিউজের কোনো সত্যতা নেই।’

ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মিতু বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। সে দিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে। তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয়।’

তাহলে তৌহিদ হৃদয়-শান্তর সঙ্গে কী সম্পর্ক, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর ভাষ্য— ‘তৌহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো। আমাদের পরিচয় আছে। তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছুই নেই। প্রেম করতে হলে আগে তেমন কিছু ভাবতে হবে, আমি তো কখনো হৃদয়কে নিয়ে সেটা ভাবতেই পারিনি।’

‘আর নাজমুল হাসান শান্ত তো বর্তমানে জাতীয় দলের অধিনায়ক। বিভিন্ন সময় দলীয় সাফল্যে বা ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি। এর মানে এই নয়, আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে।’

এই অভিনেত্রী মনে করেন, কারো সঙ্গে প্রেম করছেন না বলেই তাকে নিয়ে এত গুঞ্জন। মিতুর কথায়, ‘আসলে, বর্তমানে আমার পাশে কোনো বয়ফ্রেন্ড নেই। মিডিয়ার সকলেই জানেন, আমি কারো সঙ্গে প্রেমও করছি না। এ কারণেই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে নাম জড়িয়ে এসব খবর প্রচার করা হচ্ছে।’

সবশেষ সাংবাদিকদের প্রতিও অনুরোধ জানিয়েছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। তিনি বলেন, ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের খবর নিয়ে যখন আমাকে একটি গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয়, তখন আমার প্রথম শব্দ ছিল ‘ছি’। এসব গুঞ্জন, গুজবের শেষ হওয়া উচিত বলে আমি মনে করি।

 

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত