যশোর সদর উপজেলার শেখহাটি তালবাড়িয়া রোডের তরফ নওয়াপাড়া এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন রাস্তার পাশ থেকে একটি বড় ধরনের রেইনট্রি (বৃক্ষ) কেটে নেয়ার অপরাধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
জেলা পরিষদের বৃক্ষ সংরক্ষনে নিয়জিত কর্মচারি আশরাফ হোসেন মামলাটি করেছেন।
আসামিরা হলো, শেথহাটি গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস এবং একই এলাকার আসলাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম।
এজাহারে আশরাফ হোসেন উল্লেখ করেছেন, গত ৮ পেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদ কর্তৃপক্ষ বিশেষ সূত্রে জানতে পারে ওই সড়কের একটি রেইনট্রি কাটা হচ্ছে। সংবাদ পেয়ে তিনি আরো দুই সহকার্মীকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং দেখতে পান একটি বড় ধরনের রেইনট্রি কাটা হয়েছে। ডালপালা আগেই অজ্ঞাতস্থানে সরিয়ে নেয়া হয়েছে। শুধু মুল গুড়ি ও লগ কাটা হচ্ছে রড় কুড়াল ও করাত দিয়ে। তিনি সেখানে আসামি আশরাফুল আলমকে দেখতে পেয়ে জানতে চান কী কারনে কাছ কাটা হচ্ছে। সে সময় আশরাফুল তাকে জানায় ইব্রাহিম বিশ্বাসের কাছ থেকে তিনি গাছটি ৪০ হাজার টাকায় কিনেছেন। আসামিদ্বয় সরকারি মালিকানাধিন ওই গাছ চুরি করে কেটে ফেলায় সরকারের ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-০৭