বাংলাশেদ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা পূর্ব শাখার উদ্যোগে ক্ষুদ্র ব্যাসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সভাপতি নূর আলা আল মামুনের সভাাপতিত্বে আরও বক্তব্য রাখেন থানা কর্ম পরিষদ সদস্য আনোয়ার হোসাইন, কর্ম পরিষদ সদস্য বদরুজ্জামান, যশোর পৌর ১ নম্বর ওয়াড সভাপতি আহম্মদ আলী মুকুল প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। জামায়াতে ইসলামী অসহায় ও হতদরিদ্র মানুষের কষ্ট দুর করার জন্য সবসময় তাদের পাশে থাকবে। আমরা দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য কাজ করি। আর এ কাজ করি শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে।
রাতদিন সংবাদ/আর কে-১০