মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল চারটায় ‘মুক্তির মূলমন্ত্র- ইসলামী শাসনতন্ত্র’ শ্লোগানকে সামনে রেখে বিজয় চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মিয়া আব্দুল হালিম।
উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা ইসলামী আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সর্দার।
গন সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ আক্তারুজ্জামান। এরপর নাসির উদ্দীন আল-আজাদের পরিবেশনায় ইসলামি সংগীত পরিবেশন করা হয়।
সমাবেশে বক্তারা ছাত্র-জনতার গনবিপ্লবে সংগঠিত গনহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষনা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালে মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহিন জামাল, সদস্য মুফতি আশরাফুজ্জামান আজাদী, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব শিহাব উদ্দীন, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জিসান আহমেদ, সম্পাদক জুবায়ের আহমা,মাওঃ ইমাম হোসাইন, মািঃআশরাফ হুসাইন, মাওঃ হাবিবুর রহমান, মাও ইয়াছিন আলম প্রমুখ।
আর কে-০৮
- Advertisement -