Wednesday, September 18, 2024

চলমান পরিস্থিতি মোকাবেলা করতে মাঠে বিএনপি-জামায়াত ও জমিয়তে ইসলাম

- Advertisement -

মণিরামপুর প্রতিনিধিঃ চলমান পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছেন মণিরামপুরে বিএনপি-জামায়াত ও জমিয়তে ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলার গ্রাম পর্যায়ে সাময়িক ভাবে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে।

এ পরিস্থিতি মোকাবেলা করতে বিএনপি, জামায়াতে ইসলাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম সাংগঠনিক ভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উপজেলা বিএনপির একাংশ বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর পৌরসভা চত্ত¡রে শান্তি সমাবেশ করে। যুবদল কর্তৃক আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন যশোর জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ মুছা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, ডা. আলতাফ হোসেন, এ্যাড. মুজিবুর রহমান, শামসুজ্জামান শান্ত, যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, যুবদল নেতা সাইফুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব হুমায়ুন কবির, ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা প্রমুখ।

এদিকে বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম এক গণ মিছিল করেছে। শান্তি, সম্প্রতি বজায় রাখার দাবীতে জমিয়তে উলামায়ে ইসলাম এ গণ মিছিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি হুসাইন আহম্মদ বিন ওয়াক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান কাশেমী। বক্তব্য রাখেন আশফাকুল আনোয়ার ইয়ামিন, মুফতি আবু বক্কার সিদ্দিকী, মাওলানা হাসান আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলামের মনিরামপুর উপজেলার সভাপতি মাওলানা আজিজুর রহমান।

অপরদিকে, উদ্ভূত এ পরিস্থিতি নিয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত হোসেন ও সহকারী সেক্রেটারী ডা. শরিফুল ইসলাম বলেন, মনিরামপুরে যে সহিংসতার বীজ ছড়িয়ে পড়েছে, তা আগামীদিনের জন্য শুভকামনা না। এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ সাংগঠনিক ভাবে সংখ্যালঘু পরিবারসহ সকল দলের নির্যাতিত ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছেন। আমরা এ পরিস্থিতিকে আর এগুতে দিতে চাই না।

আর কে-১২

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত