Monday, October 14, 2024

গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন ডেঙ্গুরোগী সনাক্ত শূন্য, হাসপাতালে ভর্তি ৫১

- Advertisement -

যশোর প্রতিনিধিঃ গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন কোন ডেঙ্গু রোগী সনাক্ত হয়নি। তবে জেলার ৭টি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৫১ ডেঙ্গুরোগী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে ঝিকরগাছা ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বর্তমানে যশোরের ৮টি উপজেলার মধ্যে সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৭জন। এছাড়া অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে চলতি বছর ১ জানুয়ারি থেকে জেলায় এখন পর্যন্ত ২৭৩জন রোগী সনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ২২০জন এবং মৃত্যুবরণ করেছেন ২জন রোগী।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক  জানান, গত কিছুদিন ধরেই যশোরে ডেঙ্গু রোগী সনাক্তের হার উর্দ্ধমূখী। তবে গত ২৪ ঘন্টায় জেলায় কোন ডেঙ্গু রোগী সনাক্ত হয়নি। জেলা আটটি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গুরোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে তিনটি উপজেলায় সনাক্তের হার বেশি।

আর কে-০৩

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত