Wednesday, October 9, 2024

ক্রেতা সেজে মাদক কারবারিকে ধরল ডিবি পুলিশ

- Advertisement -

বরগুনার তালতলীতে ক্রেতা সেজে মিরাজ পল্লান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে তালতলী থানার মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মিরাজ পল্লান নিশানবাড়িয়া ইউনিয়নের চামোপাড়া এলাকার মৃত মহারাজ পল্লানের ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশীল বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারী মিরাজ পল্লান ইয়াবার একটি চালান নিয়ে তালতলী থানার মালিপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ক্রেতা সেজে ৫০০ পিস ইয়াবা ক্রয়ের করার কথা জানালে মিরাজ বলে বেশি লাগলে এনে দেওয়া যাবে। পরে তার দেওয়া তথ্য মতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মিরাজ পল্লান একজন মাদক পাচারকারী। সে চট্টগ্রামে থাকে। বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করেন তিনি। ইয়াবাগুলো উপজেলার মাদক কারবারিদের কাছে সরবরাহ করতে মালিপাড়া এলাকায় এসেছিল। জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে মিরাজ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অনলাইন ডেস্ক ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত