দুর্বৃত্তরা কেশবপুর প্রেসক্লাব মিলনায়তন, গ্রন্থাগার, সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকদের দুটি কক্ষ, সিসিটিভি, সাইনবোর্ড, বৈদ্যুতিক মিটার, বিভিন্ন কক্ষের জানালার থাই গ্লাস ও বিভিন্ন মালামাল ভাংচুর করে।
এ সময় সাংবাদিকদের তিনটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। পরে দুর্বৃত্তরা যশোর-চুকনগর সড়কের উপর প্রেসক্লাবের শতাধিক চেয়ার, বিভিন্ন মালামাল ও সাংবাদিকের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে প্রেসক্লাবের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার বিকেলে প্রেসক্লাব পরিদর্শন করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক তবিবুর রহমান, জামায়াতে ইসলামীর নেতা ওজিয়ার রহমান, সাবেক ছাত্রশিবির সভাপতি আব্দুল খালেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী সহ প্রেসক্লাব ও জামায়াতে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তারা সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আর কে-১০
- Advertisement -