কুয়াদা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শামীম রেজা ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রায় ৪০/৪৫ জনের একটি দল কুয়াদা বাজারের জামজামি মোড় থেকে শুরু করে ভোজগাতী মোড় হয়ে মেইন রোড পর্যন্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে।
এ সময় তারা রাস্তায় পড়ে থাকা পলিথিন, টিস্যু পেপারসহ অন্যান্য ময়লা আবর্জনা কুড়িয়ে বস্তায় ভরে রাস্তা পরিষ্কার করে ও মাইকিং করে পরিছন্নতা সম্পর্কে সচেতনতা করে। তাদের এই উদ্যোগকে প্রশংসার চোখে দেখেছেন কুয়াদা বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
বাজারের ব্যবসায়ী কামরুজ্জামান বাবু বলেন, কুয়াদা পাবলিক লাইব্রেরীর এমন উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। তারা তাদের সেবামূলক কাজের ধারা অব্যাহত রাখবে বলে আমি আশা করি।
ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ছাত্ররা গোটা দেশটাকেই বদলে দিয়েছে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ভাল কাজ করতে হয়।
ব্যবসায়ী রুহুল কুদ্দুস আশা, আল মামুন পপি, ইমরান খান রকিসহ কুয়াদা বাজারের ব্যবসায়ী ও মুরব্বিরা ছাত্রদের এসব কাজের প্রশংসা করেন। সকলেই বলেন ছাত্রদের হাতেই দেশের সকল অন্যায়, দুর্নীতি দূর করা এবং দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
আর কে-০৯
- Advertisement -