চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ সোমবার যশোর সদর উপজেলা কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মিলনের পিতা আব্দুল হাই তরফদারের ১৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি তরফদার পাড়া জামে মসজিদে বাদ আছর দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক মসিউল আযম,কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভির রায়হান তুহিন,কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, সহ-সভাপতি নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান, কাশিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি নেতা জালাল উদ্দিন, যুবদল নেতা রুহুল আজিজ,যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, কাশিমপুর ইউনিয়নের ৪ নং ওর্য়াড বিএনপির সভাপতি ইমদাদুল হক মিলন, মাস্টার শরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক আবু বক্কর দিপু, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম তরফদার,তাইজেল ইসলাম, আবুল কালাম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের পিকুল হোসেন, সাকিবুর রহমান আকাশ,জাকির হোসেন, ছাত্রদল নেতা আব্দুল কাদের, রাব্বি হাসান প্রমূখ।
দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন চুড়ামনকাটি হাসপাতাল মোড়ের মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন।
উল্লেখ্য মহুরম আব্দুল হাই তরফদার ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর যশোর সদরের বারীনগর বাজারের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের তুচ্ছ ঘটনায় শিক্ষাথীদের দুই গ্রুপের মারামারি মিমাংসা করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হন পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৬ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলে মারা যান ।
আর কে-০৩