এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তাা অবমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ অভিযান চলাকালীন মিডিয়াকর্মী কালিয়া প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম ও আমানত ইসলাম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাচিবুর রহমান, সদস্য রাসেল বিশ্বাস এবং শেখ ফসিয়ার রহমান অভিযান পরিচালনার তথ্য সংগ্রহের জন্য ঘটনা স্থানে যান। হঠাৎ করে দুর্বৃত্ত বা ভূমি দস্যুরা প্রশাসনসহ সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
গুরুতর আহত দুই সাংবাদিক মো.জিহাদুল ইসলাম ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় উপজেলার নড়াগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাংবাদিক ও প্রশাসনের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক মো.শাহীদুল ইসলাম শাহীসহ জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয় উপজেলার নড়াগাতী থানার ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, এখনও অভিযোগ হস্তগত হয়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারী কাজে বাধাদানের বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আর কে-০৩
- Advertisement -