Sunday, November 10, 2024

কবি ও সাংবাদিক মুন্নার জন্মদিন পালন

- Advertisement -

যশোর প্রতিনিধি:বিশিষ্ট কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না’র ৪৬ তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের পোস্টাফিস পাড়ার বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)র নিজস্ব কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএসপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি কবি ও গীতিকার এডিএম রতন। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কবি ও গীতিকার আবুল হাসান তুহিনের পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএসপির উপদেষ্টা কলামিস্ট কবিআমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল খালেক, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. কবি শাহনাজ পারভীন, বিএসপির সভাপতি কবি আহমদ রাজু।

বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা, বর্তমান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, দৈনিক স্পন্দন পত্রিকার সাব এডিটর, কবি গোলাম মোস্তফা মুন্নার দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি আমির হোসেন মিলন, সাবেক সহসভাপতি অধ্যাপক, কবি তোজাম্মেল হক. দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল, কবি সঞ্জয় নন্দী, কবি কাজী নূর, কবি সানজিদা ফেরদৌস, কবি শরীফ হোসেন ধীমান, শেখ রহানুর রহমান লিমন, কবিপুত্র মোস্তানূর রহমান সাক্ষর প্রমুখ। অনুষ্ঠানে কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না অনুভূতি ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে বিদ্রোহী সাহিত্য পরিষদ, দ্যোতনা সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত