নড়াইল প্রতিনিধিঃ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দলে যোগদান করলেন নড়াইল জেলা জাতীয় পার্টির (বিদিশা নেতৃত্বাধীন) সভাপতি মোঃ বদরুল ইসলাম বদি ও লোহাগড়া উপজেলার সভাপতি কে. এম ইলিয়াচ হোসেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় পার্টির দুই সভাপতি ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টি থেকে এনপিপি দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দু’জনের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।
এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দেশের যে কয়েকটি রাজনৈতিক দল আছে তার মধ্যে জনপ্রিয় একটি দল। এ দলটি সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র উদ্ধারের জন্য ১৭টি বছর এই দলের নেতাকর্মীরা রাজপথে ছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিদায়ের পর থেকে দেশের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন।
এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ এনপিপিতে যোগদান করছেন।
আর কে-০৩