Saturday, October 12, 2024

একমঞ্চে পাকিস্তানের জালের সঙ্গে বাংলাদেশের ‘অর্থহীন’

- Advertisement -

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় পারফর্ম করবে। শুধু তাই নয়, ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এই কনসার্টে জাল ব্যান্ডের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন। এরই মধ্য দিয়ে দীর্ঘদিন পর স্টেজে ফিরছে ব্যান্ডদলটি।

এদিকে দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন অর্থহীনের দলনেতা ও ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমন। সবাই যাকে বেজবাবা সুমন নামে চেনেন। এমন দুরারোগ্য ব্যাধিতে পড়ায় অনেকদিন ধরেই মঞ্চে দেখা যায়নি তার দলকে।

গত জুলাইতে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুমন। সেখান থেকেই ফেসবুকে জানিয়ে দেন, সেপ্টেম্বরেই পারফর্ম করবে অর্থহীন। সে কথামতই পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টের মাধ্যমে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা।

শুক্রবার কনসার্টের সহ-আয়োজক গেট সেট রকের ওয়েবসাইটে অর্থহীনের নাম ঘোষণা করা হয়। অর্থহীনের ফেসবুক পেজেও স্টেজে ফেরার ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘অদ্ভুতরা রেডি হও’। এদিকে বেজবাবা সুমনের পেজে লেখা হয়েছে ‘অর্থহীন আসছে’।

অন্যদিকে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ দিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় গাইবে জাল। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল দলটি।

ইতোমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় খোলা হবে ভেন্যু। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত