Sunday, October 13, 2024

আরিয়ানের সিরিজে শাহরুখের সঙ্গে থাকছেন সালমানও

- Advertisement -

বলিউড কিং শাহরুখ খানের ছেলের ব্যস্ততা এখন প্রযোজনায়। ক্যারিয়ারে হয়ত বাবার মত পর্দার সামনে তেমন আসবেন না। তবে ক্যামেরার পেছনেই কাজ করতে বরাবরের মত আগ্রহ তার। খুব শীঘ্রই আসছে আরিয়ানের একটি ওয়েব সিরিজ। সেখানে ক্যামেরার পেছনেই থাকছেন তিনি; মানে পরিচালনায়। সেই ওয়েব সিরিজটিতে শাহরুখ খান তো থাকছেই; এও শোনা যাচ্ছে, সেখানে কিং খানের সঙ্গ হতে পারেন ভাইজান সালমান খান।

আরিয়ানের ওই ওয়েব সিরিজটির নাম ‘স্টারডম’। তার প্রথম এই ওয়েব সিরিজটি নিয়ে অনুরাগীদের কৌতূহলও ও কম নয়। শুরুতে বলা হয়েছিল, বলিউডের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে থাকছে একাধিক প্রথম সারির অভিনেতা। সেই সূত্রে বিশেষ চরিত্রে উঠে আসে শাহরুখ খানের নাম। কারণ, ছেলের প্রথম কাজে শাহরুখ তার উপস্থিতি রাখতে ইচ্ছুক বলেই শোনা গিয়েছিল। এ বার এই সিরিজ ঘিরে সালমান খানকে নিয়ে নতুন তথ্য এল।

জানা গেছে, ‘স্টারডম’ এ এক বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান খানকে। কিন্তু তারা একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে একসঙ্গে না হলেও ‘টাইগার ৩’-এর পর আরও এক বার শাহরুখ-সালমান একই প্রজেক্টে থাকবেন।

এর আগে জানিয়েছিল, আরিয়ান পরিচালিত ওই সিরিজের প্রত্যেক পর্বে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতারা ক্যামিয়ো করবেন। তালিকায় রয়েছে রণবীর সিং, রণবীর কাপুর, করণ জোহর ও ববি দেওলের নাম। এবার শোনা যাচ্ছে সেই তালিকায় যুক্ত হচ্ছে সালমানের নামও।

সূত্রের দাবি, সিরিজটিতে সালমানের অংশের শ্যুটিং শেষ হয়েছে। আপাতত চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। গত বছর নিজের পোশাক কোম্পানির জন্য তৈরি একটি বিজ্ঞাপনের জন্য শাহরুখকে পরিচালনা করেছিলেন আরিয়ান। এবার বাবা শাহরুখের পাশাপাশি সালমানকেও নিলেন এই স্টারকিড।

 

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত