যশোর অফিসঃ শনিবার সন্ধ্যায় সংগঠনের ওবায়দুল বারী হলে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ইউল্যাবের চিত্রকলা বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম মনিরুজ্জামান শিপু। তিনি পৃথিবীতে গ্রাফিতির উদ্ভব, দেশে দেশে গ্রাফিতির ব্যবহার বিষয়ে অ্যাকাডেমিক আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানে গ্রাফিতি কীভাবে মানুষকে উজ্জীবিত করেছে তা তুলে ধরেন। জানান, এই আন্দোলনে তিনি ও তার পরিবার কীভাবে যুক্ত হলেন এবং ফ্যাসিবাদ হটানোর পর তিনিসহ শিল্পীসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকার বর্ণনা দেন।
প্রাচ্যসংঘের সভাপতি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় আরো আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা বেনজীন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক ও চিত্রশিল্পী রাশেদ খান, প্রাচ্য সাহিত্যসংঘের পরিচালক সেলিম রেজা সেলিম, সদস্য সোহানুর রহমান প্রমুখ।
পরে শিল্পী রাশেদের জন্মদিন উপলক্ষে মিষ্টিমুখ করা হয়।
আর কে-১১