Thursday, October 3, 2024

মোরলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

- Advertisement -

এইচ, এম, শহিদুল  ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার  এস এম কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে এস এম জামে মসজিদ প্রাঙ্গণে মোরেলগঞ্জ উপজেলা ইমাম কমিটি ও মসজিদ কমিটির যৌথ  আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে আলোচোকরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম জীবনে সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন,

পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন ১২ রবিউল আউয়াল। ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানতার মুক্তির দিশারী, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) তার মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ১১ হিজরি সনের ঠিক এই তারিখেই ৬৩ বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। এ জন্য এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।

তার প্রতিটি কথা ও কর্মই মানবজাতির জন্য অনুকরণীয় ও অনুসরনীয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে  আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ জামে মসজিদ সভাপতি ও এস এম কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ  সাবির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক  উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শহীদুল হক বাবুল, উপস্থিত ছিলেন সমাজসেবা ও শিক্ষাবিদ  জামায়েত  ইসলাম নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, বিশিষ্ট সমাজ সেবক জমায়েত ইসলামী বাংলাদেশ মোরেলগঞ্জ শাখার আমির মাওলানা সাহাদাৎ হোসাইন, মাওলানা মোহাম্মদ আলী হাফেজ মতিউর রহমান, শরীফ মোহাম্মদ আমিনুল ইসলাম,মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মুহাম্মাদ আলা আমিন উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,পৌর জামায়েতে ইসলামী আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদসহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর কে-০১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত