বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১৬ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
উল্লেখ্য, সাবকে প্রধান বচিারপতি মোহাম্মদ ফজলুল করিম শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।