ভবদহের জলাবদ্ধ এলাকা পরিদর্শন ও ভবদহ এলাকায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) দুপুরে জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর যশোর-২ জোনের জোনাল অফিস মনিরামপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যশোরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় মতবিনিময় সভার আয়োজন করে জেসিএফ। সংস্থার উপ-নির্বাহী পরিচালক মেরিনা আখতারের সভাপতিত্বে ও পরিচালক আজিজুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আরআরএফ-এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ফজলুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমআর-এর পরিচালক জিল্লুর রহমান। শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম, আর্স বাংলাদেশের পরিচালক মোকলেসুর রহমান, এমআর-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম, জেসিএফ-এর যশোর-২ জোনের জোনাল ম্যানেজার ফারুক আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় যশোরের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ভবদহ জলাবদ্ধ অঞ্চলের অর্ধশতাধিক উপকারভোগী অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে মতমত তুলে ধরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য সহযোগিতা প্রত্যাশা করেন।
এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ হেলাল উদ্দিন তার বক্তব্যে জলাবদ্ধ এলাকার স্থায়ী সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টিআকর্ষণ করবেন বলে উপকারভোগীদের আস্বস্থ করেন। এছাড়া দূর্যোগকালীন জলাবদ্ধ এলাকায় এনজিওগুলোর চলমান কাজের প্রশংসা করেন।