দেশের চারটি কারাগারের তত্ত্বাবধায়ককে (সুপারিনটেনডেন্ট) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
অবসরে যাওয়া চার তত্ত্বাবধায়ক হলেন– শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।
তাদের মধ্যে সুভাষের ৯ বছর, বজলুরের ২ বছর, মকলেছুরের ৪ মাস ও নেছারের পৌনে ৩ বছরের মতো চাকরির মেয়াদ ছিল।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, ‘জনস্বার্থে’ তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর এক সভায় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছিলেন, বহিঃপ্রভাবমুক্তভাবে কারাগার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। কারণ আমাদের এখন একটাই লক্ষ্য- দুর্নীতিমুক্ত কারাগার প্রতিষ্ঠা করা। এজন্য যারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী ছিলেন তাদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা্ নেওয়া হচ্ছে। নিত্যদিনের কার্যক্রমে যে অনিয়ম সেগুলো নিয়েও কাজ করছি। সৎ কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন করছি।
-অনলাইন ডেস্ক