দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে আজ মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুটির কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এখন শুধুই সেতুটির উদ্বোধনের পালা। উদ্বোধনের আগেই গতকাল সোমবার বিকেলে পরীক্ষামূলক দুই প্রান্তে ব্রডগেজ লাইনে চালানো হয়েছে। দীর্ঘদিনের এই প্রতীক্ষার পর সবচেয়ে বড় বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে।
সেতুর প্রকল্প পরিচালক মাসউদুর রহমান জানান, দুপুর ১২টা থেকে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ দশমিক ৮ দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু দিয়ে। রেল সেতুতে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করবে ডিসেম্বরে। তবে এই সেতুর উপর দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলবে নতুন বছরের জানুয়ারি মাস থেকে।
অনলাইন ডেস্ক/এ জে- ২