আগামী তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে রংপুরবাসী। অন্যথায় ২১ নভেম্বর থেকে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচির মাধ্যমে ঢাকা থেকে পুরো রংপুর-রাজশাহী বিভাগকে বিচ্ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ছাত্র-জনতা।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের পর দেশে যে বিপ্লব ঘটে, তাতে সরকার পতনের পর ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। সেখানে উত্তরবঙ্গ থেকে একজনকেও উপদেষ্টা নিয়োগ হয়নি। পরবর্তীতে আরও কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ হলেও রংপুরসহ উত্তরবঙ্গের কেউ স্থান পাননি। এ নিয়ে যুগ যুগ ধরে বৈষম্যের শিকার ও উন্নয়ন বঞ্চিত উত্তরের মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ছাত্র নেতারা আরও বলেন, দাবি আদায়ে গত ১১, ১২ ও ১৩ নভেম্বর রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন এবং মহাসড়ক অবরোধসহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। গতকাল শনিবার রংপুরে সমাজকল্যাণ উপদেষ্টা জানিয়েছে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তার এ কথা জানার পর উত্তরবঙ্গের মানুষের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগে পদক্ষেপ নেওয়া না হলে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। ছাত্র-জনতার প্রতিনিধিরা বলেন, তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং ঢাকা-রংপুর মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের অবরোধ (ব্লকেড) কর্মসূচি পালন করা হবে।
-অনলাইন ডেস্ক