Monday, October 7, 2024

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস

- Advertisement -

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় তার ভাষণ দেওয়ার কথা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন নোবেলজয়ী ড. ইউনূস।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। ভাষণে কী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কী কী উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। এছাড়া বৈশ্বিক অগ্রাধিকার, বিশ্বযুদ্ধের ফলে ক্ষয়ক্ষতি, ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। গত ১০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান নিউইয়র্কে সংস্থার সদর দপ্তরে শুরু হয়।উচ্চ-পর্যায়ের বৈঠকের এক সপ্তাহ হবে ঐতিহ্যগতভাবে নতুন অধিবেশনের মূল অনুষ্ঠান।২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের ফাঁকে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ২৯ সেপ্টেম্বর বিরতি থাকবে।

অনলাইন ডেস্ক।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত