শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় আর্স বাংলাদেশ এনজিওর উপজেলা ফিল্ড অফিসার শিলা খাতুন (২৫) আত্মহত্যা করেছে। শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২ টার সময় পৌর এলাকা ৪নং ওয়ার্ড ইছাপুর বটতলায় আত্মহত্যার দুর্ঘটনা সন্ধান পাওয়া যায় ।
দুবাই প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে ১ মাস ঘর ভাড়া নিয়েছেন। উপজেলার হাকিমপুর স্কুল পাড়ার সোনা খা মেয়ে।
পরিবারিক সূত্রে জানা যায়, চাচতো বোন জেসমিন খাতুন বলেন ফুফাতো ভাই শুক্রবার মারা গেলে শিলা খাতুন কে ফোন করা হয় কিন্তু ফোনে না পাওয়ায় যায়নি শনিবার সকাল দিকে পরিবারের লোকজন ইছাপুর বটতলায় বাসায় এসে দরজা বন্ধ করা থাকে কোন সাড়া শব্দ না পাওয়ায় থানার পুলিশকে অবহিত করলে ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় ফ্যানের হুকির সাথে ওড়না পিছিয়ে মৃত অবস্থায় শিলা খাতুন কে পাওয়া যায়।
থানার তদন্ত ওসি কামাল হোসেন বলেন ইছাপুর বটতলায় এক মহিলার আত্মহত্যার চূড়ান্ত লাশ পাওয়া গিয়েছে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।