Monday, November 4, 2024

৭ গোলে বড় জয় বাংলাদেশের

- Advertisement -

আগামীকাল বাফুফে নির্বাচন। সাবেক ফুটবলার ও সংগঠকরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশ মাঠের ফুটবলেও ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংস ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ, অনূর্ধ্ব-১৭ দল কম্বোডিয়ায় এএফসি টুর্নামেন্টের বাছাই ও নারী দল কাঠমান্ডুতে সাফ খেলছে। আজ (শুক্রবার) কম্বোডিয়ায় অ-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাকাওকে ০-৭ গোলে হারিয়েছে বাংলাদেশ।

লাল-সবুজ জার্সিতে নুরুল হুদা ফয়সাল একাই চার গোল করেছেন। এ ছাড়া মানিক জোড়া গোল এবং আরেকটি গোল করেন রিফাত। বড় এই জয়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।

সিনিয়র ফুটবল দলের মতো জুনিয়র পর্যায়েও ম্যাকাও দুর্বল দল। বাংলাদেশ ম্যাচটি ৭ গোলের ব্যবধানে জিতলেও প্রথম গোল পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফয়সালের গোলে বাংলাদেশ লিড নিয়ে মধ্য বিরতিতে ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর বাংলাদেশ ম্যাকাওকে আরও ছয় গোল দেয়। মানিক ৬৬ মিনিটে স্কোরলাইন ২-০ করেন। ৭১-৭৫ মিনিটে বাংলাদেশ আরো তিন গোল করলে বড় জয় নিশ্চিত হয়। ৮২ মিনিটে ফয়সাল নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের মিনিটে ফয়সাল আরেক গোল করলে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় পায়।

এ জয় বাংলাদেশকে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে রাখবে কিছুটা। বাংলাদেশ বাছাইপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হারের পর ফিলিপাইনকে হারিয়ে জয়ের ধারায় আসে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত