Wednesday, October 9, 2024

সারের হয়ে অভিষেক উইকেট সাকিবের

- Advertisement -

বাংলাদেশ দল পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় করে দেশে ফিরেছে ৩ সেপ্টেম্বর। সামনে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা ছেড়ে যাবে ১৫ সেপ্টেম্বর। মাঝের সময়টা অল্প হলেও কাউন্টি খেলতে ইংল্যান্ডে চলে গেছেন সাকিব আল হাসান।

সোমবার (৯ সেপ্টেম্বর) ম্যাচ খেলতেও নেমেছেন সাকিব। সারের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। এর আগে কাউন্টিতে খেললেও সারের হয়ে আজ অভিষেক হয়েছে এই বাংলাদেশি অলরাউন্ডারের।

সমারসেটের বিপক্ষে খেলতে নেমে প্রথম ইনিংসেই উইকেটের দেখা পেলেন সাকিব। ইনিংসের ৫৪তম ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের ওপর জোরের ওপর করেছিলেন তিনি। সেখানে বলের ফ্লাইট মিস করে বোল্ড হয়েছেন টম আবেল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার বোলিং করেছেন সাকিব। যেখানে ৭৪ রানের বিনিময়ে শিকার করেছেন এক উইকেট।

সমারসেট তাদের প্রথম ইনিংসে ৬৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৮৪ রান।

 

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত