Monday, October 14, 2024

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে যা বলছে বিসিবি

- Advertisement -

আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে একেবারেই তলানির এক দল ছিল বাংলাদেশ। দীর্ঘ ২৪ বছরেও ক্রিকেটের বনেদি ফরম্যাটে বাংলাদেশের দূর্বলতা চোখে এসেছিল খুব সহজেই। তবে সেই অবস্থার পরিবর্তন ঘটল ২০২৩-২৫ চক্রে এসে। এখন পর্যন্ত এবারের চক্রে ৬ ম্যাচ খেলে তিন জয় তুলে নিয়েছে। সমীকরণের স্বপ্ন মিলিয়ে ফাইনাল খেলাও অসম্ভব না বাংলাদেশের জন্য।

টাইগারদের পরের সিরিজ ভারতের বিপক্ষে। সেই সিরিজেও আছে দুই টেস্ট। পাকিস্তানকে হারানোর পর এই ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাস বেশি থাকবে এমনই ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের। সেইসঙ্গে ভারতও বাংলাদেশকে সমীহ করবে বলেন বিশ্বাস এই বোর্ড পরিচালকের।

মিরপুরে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘ভারত বাংলাদেশকে আগের তুলনার আরও সমীহ করবে। আরেকটু প্ল্যানড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়ত বাংলাদেশকে যেভাবে দেখত সেভাবে দেখবে না। আমার মনে হয় বাংলাদেশের জন্য ভারত তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছি সেই মানসিকতা নিয়েই খেলতে পারি কিনা সে চ্যালেঞ্জটা ধারাবাহিকভাবে বজায় রাখতে পারি কিনা এটা চ্যালেঞ্জ হবে।’


ভারত সিরিজে পাকিস্তানের তুলনায় আরও ধৈর্য্যশীল হতে হবে বলেও মন্তব্য বিসিবির এই পরিচালকের, ‘পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে যত সহজে চাপ দিতে পেরেছি ভারতের ক্ষেত্রে হয়ত সেটা হবে না। সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে। তবে আত্মবিশ্বাসটা খুব জরুরি। সেটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের এখন শক্তিটা আছে ভালো করার।’

ফাহিমের ভাষ্য, ‘বিশেষ করে আমাদের বোলিংয়ে যে শক্তিটা দেখেছি তা যদি আমরা কাজে লাগাতে পারি ভালো সুযোগ আছে আমরা আগের তুলনায় আরও বেশি কর্তৃত্ব দেখাতে পারব।’

বাংলাদেশ দলের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী ফাহিম, ‘যেকোনো ফরম্যাটে তারা (ভারত) অবশ্যই ভালো দল। টি-টোয়েন্টির কথা এই মুহূর্তে বলা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা সব ফরম্যাটকে উন্নত করতে ভূমিকা রাখতে পারে। আমি নিশ্চিত সেই আত্মবিশ্বাসটা এখানে কাজে আসবে। বোলিংটা আমাদের খুব ভালো হচ্ছে। বোলিং শক্তি যেকোনো দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস।’

 

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত