Sunday, October 13, 2024

ভারতের বিপক্ষে যে লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ

- Advertisement -

টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও ভালো নয়। ১৩ ম্যাচের ১১টিতেই হেরেছে। বাকি দুটিতে আছে ড্র। এর মধ্যে ভারতে গিয়ে তিনটি ম্যাচের সবকটিই হেরেছে বড় ব্যবধানে। তবে পাকিস্তানের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারত সিরিজ নিয়ে বড় আশায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, এবার পূর্বের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন তারা।

ভারত সফরের আগে মিরপুরে চলছে বাংলাদেশের অনুশীলন। সোমবারের অনুশীলন সেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেছেন, ‘আমরা যখন ভালো খেলি, সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি, নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারবো। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। কিন্তু বিগত পারফরম্যান্স ভালো ছিল না। এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আশা করছি, যে প্রত্যাশা আছে, সেটা আমরা উপভোগ করার চেষ্টা করবো। যখন ওদের সঙ্গে লড়াই করতে পারবো, ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট দিতে পারি।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাই বেজায় সিরিয়াস ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার শক্তিশালী দল গঠন করেছে তারা। ব্যাটিং-বোলিং মিলিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতোই স্বাগতিকরা দল গঠন করেছে।

ভারতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত উল্লেখ করে মিরাজ বলেছেন, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার, সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে…সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’

বাংলাদেশ এখন পাকিস্তান সিরিজের ধারাবাহিকতা এই সিরিজেও বরাজ রাখতে চায়, ‘প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি গ্যাপ নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত