Monday, October 14, 2024

বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

- Advertisement -

ফুটবল বিশ্বকাপে যেমন ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন, ফুটসাল বিশ্বকাপেও তেমনি পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। এবারের ফুটসাল বিশ্বকাপে রীতিমতো উড়ছে দলটি। উজবেকিস্তানে চলমান ফুটসাল বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ১৮ গোল করেছে সেলেসাওরা। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেও করেছে ৫টি গোল।

এ রাউন্ডে তাদের শিকার কোস্টারিকা। অবশ্য ইনজুরির কারণে দলের সেরা খেলোয়াড় পিটো এই ম্যাচে খেলতে পারেননি। তবে সেটা ম্যাচের ফলাফলে খুব একটা প্রভাব ফেলেনি।

খেলা শুরুর ৫ মিনিটেই মার্সেলের গোলে লিড পায় ব্রাজিল। গোলটির মধ্য দিয়ে আসরে নিজের ৯ম গোল করেছেন এই তারকা। ১২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে ভ্যালেরিও। ম্যাচের ২৮ মিনিটে আরেকটি গোল আসে লিয়ান্দ্রো লিনোর পা থেকে। আর নেগুইনগো পরে করেন জোড়া গোল।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। শেষ আটের ম্যাচে তাদের মুখোমুখি হবে ইরান কিংবা মরক্কো । এছাড়া আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। স্পেন ও ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দলের সঙ্গে শেষ আটে লড়বে তারা।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত