২০১২ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। নতুন করে নির্বাচিত হওয়ার পর ২০২৫ সাল পর্যন্ত তার সেই দায়িত্বের মেয়াদ রয়েছে। তবে ক্ষমতার পালাবদল চলছে বাংলাদেশে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির ক্রীড়া সংশ্লিষ্টরাও চলে গেছেন আত্মগোপনে। তাদের নির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। পাপন কোথায় আছেন, তার সঙ্গে যোগাযোগ হয়েছে কি না এ নিয়ে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন।
বিসিবির এই অন্যতম পরিচালক আজ (মঙ্গলবার) আবাহনীতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে পাপনের সঙ্গে যোগাযোগের বিষয়ে সুজন বলেন, ‘না, উনার সঙ্গে এখনও কোনো যোগাযোগ হয়নি। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারব না। যদি যোগাযোগ হয় তাহলে কথা (বিভিন্ন বিষয়ে) বলতে হবে।’
বর্তমানে দেশের শাসনভার রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে। পাপনের অনুপস্থিতিতে তিনিই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানালেন সুজন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনও উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়ে। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই। এটা এখন সরকার পর্যায়ে চলে গেছে, বিশ্বকাপটা হবে কি না এটাও (তারা সিদ্ধান্ত নেবে)।’