আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও একজন টিম অফিশিয়ালকে এক বছরের জন্য নিষিদ্ধ ও জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আচরণবিধি ভাঙার ঘটনা ঘটেছে ২০২৪-২৫ মৌসুমে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে ৮ ক্রিকেটার ও ১ জন ক্লাব কর্মকর্তাকে সব ধরনের প্রতিযোগিতায় এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনা ঘটেছে গত ১৮ নভেম্বর। পিকেএসফের ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। ওই ম্যাচে মাঠেই বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা। তার পর তদন্তে নামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) টেকনিক্যাল কমিটি। প্রত্যক্ষ প্রমাণ পর্যালোচনার পরেই শাস্তি ঘোষণা করেছে সিসিডিএম।
শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন- তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, তেজগাঁওয়ের টিম অফিশিয়াল রবিন এবং স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। তারা সবাই বিসিবির আচরণ বিধির লেভেল- ৪ ভঙ্গ করেছেন।
-অনলাইন ডেস্ক