অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসরে জার্মানির কাছে ৫ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এই আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শুক্রবার কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জার্মানির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনার মেয়েরা।
এদিন ম্যাচের ৫ম মিনিটে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে দারুন ফিনিশিংয়ে বল জালে জড়ান জার্মানির জানজিন। ২৪তম মিনিটে হেড থেকে গোল করে দ্বিতীয় গোলটি করেন নাচতিগাল। ম্যাচের ২৬ মিনিটে ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় জালে জড়ান ব্যান্ডের। প্রথমার্ধেই ডি-বক্সের বাইরে থেকে নেওয়া অসাধারণ ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল করেন নাচতিগাল। বিরতিতে যাওয়ার আগে দলের হয়ে ব্যবধান কমান আর্জেন্টাইন ফুটবলার ল্যারের। বিরতি থেকে ফিরে গোল ব্যবধান আরও বাড়ান জার্মানির জিকাই। এই হারে চলতি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের আসর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল আর্জেন্টিনা।
এদিকে বৃহস্পতিবার ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী সোমবার কোয়ার্টারের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেস্ক।