এএফসি চ্যাম্পিয়নস লিগে আল রায়ানের বিপক্ষে আল নাসরকে জয় এনে দেওয়া গোলটি ক্রিস্টিয়ানো রোনালদো উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবাকে। সোমবার খেলার ১৪ মিনিট বাকি থাকতে পর্তুগাল অধিনায়ক দলের দ্বিতীয় গোল করেন। এদিন ছিল তার বাবা হোসে দিনিস আভেইরোর ৭১তম জন্মদিন।
২-১ গোলে জয়ের ম্যাচে রোনালদো জাল কাঁপানোর পর দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে উদযাপনে বাবাকে স্মরণ করেন। ম্যানইউতে তৃতীয় মৌসুম কাটানোর সময় ২০০৫ সালে লিভারের জটিলতায় মারা যান রোনালদোর বাবা।
খেলা শেষে রোনালদো বলেছেন, ‘আজকের গোলে ছিল ভিন্ন স্বাদ। আজ বাবা বেঁচে থাকলে অনেক ভালোবাসতাম, কারণ আজ তার জন্মদিন।’
রোনালদোর পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়, পাঁচটি ব্যালন ডি’অর ও ইউরো ২০১৬-এর গৌরবোজ্জ্বল অর্জন দেখে যেতে পারেননি তার বাবা।
প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ফুটবল ইতিহাসে ৯০০ গোল করা রোনালদো জানালেন, তার খেলোয়াড়ি ক্যারিয়ারের খুব বেশি সময় আর বাকি নেই। ৩৯ বছর বয়সী উইঙ্গার বললেন, ‘আমি এখনও খেলতে ভালোবাসি। আমি জানি মাঠে খেলার জন্য আর বেশি সময় বাকি নেই। রেকর্ড আমার একটি অংশ। আমি সেগুলো ভাঙতে অভ্যস্ত। সেরা খেলোয়াড় কিংবা পুরস্কার জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো উপভোগ করা এবং ক্লাব ও জাতীয় দলের উপকারে আসা। আমি প্রথম দিন থেকে চাপ অনুভব করেছি এবং শেষ পর্যন্ত করবো।’
-অনলাইন ডেস্ক