শনিবার (কিউখাই) খুলনা বিভাগের আয়োজনে ও বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি
মোয়াজ্জেম হোসেন সেন্টু্।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও চিত্রনায়ক আলেকজান্ডার বো, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কারাতে কোচ নূর হোসেন, রয়েল মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইকবাল হোসেন, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার কারাতে কারাতে কোচ মাহবুবুর রহমান মোহন, শরিফুল ইসলাম, সাহারুল ইসলাম আশা, কৃষ্ণ গোপাল সাহা, আবু সুফিয়ান, মনজুরুল ইসলাম ডবলু ও বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী।
সঞ্চালনায় বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই), খুলনা বিভাগের সদস্য সচিব ইমরান হাসান টুটুল।
সেমিনারে খুলনা বিভাগের ২ শতাধিক কারাতে ছাত্রছাত্রী অংশ গ্রহণ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
রাতদিন সংবাদ/আর কে-০৩
- Advertisement -