Monday, September 16, 2024

কিউই সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানের বিদায়

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজের জন্য টাইগারদের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কিউই সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান। সদ্য বিদায়ী প্রোটিয়া কোচ নীল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিলো তার। কিন্তু কাজ শুরুর আগেই দায়িত্ব ছাড়তে হলো টাইগারদের নতুন ব্যাটিং কোচকে।সম্প্রতি পিতা হারিয়েছেন ম্যাকমিলান। এ জন্য তিনি নিজে থেকেই দায়িত্ব থেকে ইস্তফা দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।আজ শনিবার বিকেলে নিজামউদ্দীন বলেন, ‘ম্যাকমিলান সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন। শোকার্ত এই সময়ে তার জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা সম্ভব নয়, সে নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছে। আমরা তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমরা তার বর্তমান অবস্থা বুঝতে পেরেছি এবং পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।এর আগে গত আগস্টের ২৫ তারিখ ম্যাকমিলানকে ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছিল বিসিবি। নিউজিল্যান্ডের হয়ে এক দশকের বেশি সময় ধরে খেলেছেন ম্যাকমিলান। খেলেছেন ক্রিকেটের সবশেষ ফরম্যাট টি-টোয়েন্টিতেও। তিন ফরম্যাট মিলে তার রয়েছে ৮ হাজার ১০ রান। ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে করেছিলেন শতরান।ম্যাকমিলান খেলোয়াড়ি জীবন শেষ করেই যোগ দেন কোচিং পেশায়। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কিউই জাতীয় দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ক্যান্টাবুরি ক্লাবের কোচ ছিলেন।দেশের গণ্ডি পেরিয়ে ইংলিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সে ও আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের দায়িত্বও পালন করেন।আগামী অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ম্যাকমিলানের দায়িত্ব পালন করার কথা ছিল।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত