Wednesday, December 4, 2024

আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

- Advertisement -

ব্যাটিংয়ে আজিজুল হাকিম তামিম আর বল হাতে আফগানিস্তানের ওপর ছড়ি ঘুরিয়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমনরা। বাংলাদেশের দেওয়া ২২৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় আফগানরা ১৮৩ রানে গুটিয়ে গেছে। ফলে ৪৫ রানের জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ২০২৪ আসরেও শুভসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়েই যুব এশিয়া কাপের উদ্বোধন হয়েছে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। আর তাতেই ২২৮ রানের লড়াকু পুঁজি পায় যুব টাইগাররা। সেই রান তাড়ায় শুরু থেকেই তটস্থ ছিলেন আফগান ব্যাটাররা। এর মূল কারিগর আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট নিয়েছেন।

dhakapost

লক্ষ্য তাড়ায় আফগানদের ইনিংস শুরু হয় ধীরগতিতে। ৮ ওভারে কোনো উইকেট না হারালেও স্কোরবোর্ডে ওঠে মাত্র ২০ রান। এর পরের ওভারে মারুফ মৃধার বলে উজাইরুল্লাহ নিয়াজাই ক্যাচ দিলে ২১ রানের ওপেনিং জুটি ভাঙে। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন আফগান অধিনায়ক মাহবুব খান ও ফয়সাল খান আহমদজাই। ১৬ রান করে রাফিউজ্জামান রাফির বলে বোল্ড হয়ে মাহবুব। তৃতীয় উইকেটে ৪০ রান করেন ফয়সাল–নাসের খান জুটি। ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে ফয়সাল (৫৮) বিদায় নিলেই আফগানরা বিপদে পড়ে যায়।

এরপর বলার মতো রান পেয়েছেন কেবল বরকত ইব্রাহিমজাই (৩৪)। এ ছাড়া বরকত ১৯ এবং নাজিফউল্লাহ আমিরির ১৭ রান ছাড়া স্কোরবোর্ডে জয়ের মতো রান যোগ করতে পারেননি কেউই। ৪৭.৫ ওভারে ১৮৩ রানে থামে আফগানদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। মারুফ ২টি ও রাফি একটি উইকেট নেন।

আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এমন বাজে শুরুর পর আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। ফিফটি করে কালাম বিদায় নিলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তামিম। অধিনায়কের দুর্দান্ত ইনিংসে ভর করে ৯ উইকেটে ২২৮ রানের লড়াকু সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেছেন তামিম। ১১০ বলে কালাম করেন ৬৬ রান।

তামিমের বিদায়ের পর যুব টাইগারদের আর কেউই সুবিধা করতে পারেননি। ফলে ফিনিশিংটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত