Wednesday, December 4, 2024

খুলনার বায়েজিদ হত্যা মামলার আসামি যশোরের রফিকুল ইসলাম মুল্লুক চাঁদকে রিমান্ড মঞ্জুর

- Advertisement -

খুলনার ইঞ্জিনিয়ার বায়েজিদ হত্যা মামলার আসামি যশোরের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার শুনানী শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই রিমান্ড মঞ্জুর করেন।
আসামি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ শহরের হাজী আব্দুল করিম রোড চুড়িপট্টির মৃত শহিদুল ইসলাম নয়ন চৌধুরীর ছেলে এবং যশোর নগর বিএনপির আহবায়ক।
মামলার বিবরণে জানা গেছে, রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ ও তার ভাই সঞ্জয় চৌধুরীর ঢাকার একটি নতুন ভবন নির্মাণ কাজ শুরু করেন। ওই কাজে খুলনার সোনাডাঙ্গা এলাকার সিভিল ইঞ্জিনিয়র বায়েজিদকে দেখাশুনার দায়িত্ব দেয়া হয়। ওই ভবন নির্মাণে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৫ মার্চ চাকরি হারা হন বায়োজিত।

গত ২৪ মার্চ রাতে খুলনার মটর শ্রমিক নেতা বিপ্লবের মাধ্যমে তাকে ধরে যশোরে নিয়ে আসা হয়। ওই রাতেই মুল্লুক চাঁদের আড়ত থেকে উদ্ধার করা হয় বায়োজিতের লাশ।
এই ঘটনায় নিহতের মা দিলরুবা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মুল্লুক চাঁদসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন। গত ৩ নভেম্বর আসামি মুল্লুক চাঁদ আদালতে আত্মসমর্পণ করেন। ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শরীফ আলমামুন ৬টি কারণ উদঘাটনের জন্য মুল্লুক চাঁদকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত