Monday, October 14, 2024

বাঘারপাড়ার মেয়ে মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

- Advertisement -

বাঘারপাড়া অফিস:- যশোরের মনিরামপুর বাজারে গ্যাসবাহী পিকআপের ধাক্কায় প্রান গেলো সুমা দেবনাথ (২৩) এর,নিহত সুমার স্বামী কিশোর দেবনাথ মনিরামপুর উপজেলার চিনেটুলা বাজারের স্থানীয় বাসিন্দা। সুমা বাঘারপাড়া উপজেলা পাইকপাড়া গ্রামের গৌরাঙ্গ দেব নাথের মেয়ে। মঙ্গলবার বিকালে সুমা দেবনাথ বাবার বাড়ী হতে ইজিবাইক যোগে শশুর বাড়ী মনিটামপুর চিনেটুলা বাজারে যাচ্ছিলো, মনিরামপুর বাজারে পৌছালে পেছন থেকে এসে গ্যাসবাহী পিকআপ সুমা দেবনাথদের ইজিবাইকে ধাক্কাদিলে সুমা সহ ওই ইজিবাইকে থাকা আরো ৫/৬ আহত হয়। এসময় সুমার অবস্থা খারাপ দেখে স্থানীয়রা যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন, ২৫০ শয্যা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দেন। স্বজনেরা ঢাকায় নিয়ার পথে ফরিদপুর পৌছালে সুমা সেখানে মারা যায়। স্বজনেরা সেখান থেকে ফিরে বাবার বাড়ী বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক ডাক্তার মুবতা সীমা ইসরাক পরিক্ষা নিরীক্ষা করে জানান অনেক আগেই সে মারা গেছে।তদ্ন্ত কারী এস আই প্রসনজিৎ কুমার মন্ডল বলেন নিহতের মাথা সহ শরিরের বিভিন্ন স্থানে খতো চিন্হ আছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডাক্তার অরূপ জ্যোতি ঘোষ বলেন, রাত ২ আড়াই টার দিকে সংবাদ পেয়ে বাঘারপাড়া থানা কে অবহিত করি, কথা হয় বাঘারপাড়া থানার ওসি রাকিবুজ্জামান রকিবের সাথে তিনি বলেন আমি নিজে হাসপাতালে যেয়ে খোজ খবর নিয়েছি আইনি কাজ শেষ করে, দুই থানা মনিরামপুর ও বাঘারপাড়ার সমন্বয়ে লাশ সত্তকারেরজন্য স্বজনদের হাতে দিয়ে দিয়া হয়েছে।

রাতদিন সংবাদ,জয়-

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত