Wednesday, December 4, 2024

বাঘারপাড়ায় আদা চাষ প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

- Advertisement -

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যশোরের বাঘারপাড়ায় বস্তায় আদা চাষ প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোর হর্টিকালচার সেন্টারের ব্যবস্থাপনায় সোমবার দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুরে এ সংক্রান্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আজগর আলী।

হর্টিকালচার সেন্টার যশোরের উপপরিচালক দীপঙ্কর দাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা ,বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান , উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা আবু দাউদ, উপসহকারী কৃষি কর্মকর্তা কল্লোল হালদার, জামদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এফ এম আসলাম হোসেন , প্রদর্শনী প্লটের কৃষক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে দেড় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। ‘বস্তা প্রযুক্তিতে আদা চাষ’ বৃদ্ধি ও কৃষকদের করণীয় সম্পর্কে এসময় অতিথিরা বক্তব্য রাখেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত