নিজস্ব প্রতিবেদক- বসুন্দিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে্। যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বুধবার মাগরিব বাদ সিরাত মাহফিলটি অনুষ্ঠিত হয়। সীরাত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বসুন্দিয়া সাংগঠনিক থানা জামাতের আমির মাওলানা রফিকুল ইসলাম , যশোর জেলা পূর্বের বায়তুলমাল সম্পাদক রবিউল ইসলাম ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গফুর সিদ্দিকী সাতক্ষীরা , তার আলোচনাযর সারমর্মে বলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর জীবনী পড়া উচিত আমরা যদি রাসুল সাঃ এর জীবনী আলোচনা করি তাহলে সে আলোচনা রাত শেষ হয়ে গেলেও আলোচনা শেষ করা যাবে না আমাদের সকলের উচিত তাঁর জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালিত করা। সীরাত মাহফিলের সভাপতিত্ব করেন বসুন্দিয়া সাংগঠনিক থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা তবিবুর রহমান । বসুন্দিয়া সাংগঠনিক থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ ইউসুফ আলীর সঞ্চালনায় সিরাত মাহফিলে আরো উপস্থিত ছিলেন বসুন্দিয়া সংগঠনিক থানা জামাতের কর্ম পরিষদ মাওলানা মতিউর রহমান, নুরুন্নবী , জামাত ইসলামের ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সেলিম বিশ্বাস, বসুন্দিয়া ইউনিয়নের শিবিরের সাবেক সভাপতি রায়হান পারভেজ, বসুন্দিয়া শিবিরের সভাপতি অলিদ হোসাইনসহ স্থানীয় জামাত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সিরাত মাহফিলে দোয়া ও মোনাজাত করেন বসুন্দিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হুমায়ুন কবির।
রাতদিন সংবাদ/জয়-