Saturday, September 14, 2024

সংকটকালে তথ্য পেলে,জনগণের মুক্তি মেলে

- Advertisement -

 আজ আন্তজার্তিক তথ্য জানার অধিকার দিবস।আইনের সুফল পেতে দরকার অধিকতর প্রচারণা সংকটকালে তথ্য পেলে,জনগণের মুক্তি মেলে শিরোনামে যশোরে উদযাপিত হলো আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। দিবসটি উপলক্ষে যশোর জেলা প্রশাসন ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। সোমবার সকাল দশটায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালন হুসাইন শওকত । আরডিসি ও জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তানজিলা আখতারের সঞ্চালনায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক আলোচনায় অংশ নেন মোহাম্মদ তোহিদুল ইসলাম ( অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি) ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা এ এস এম কবীর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজের সম্পাদক ও এমআরডিআইয়ের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মবিনুল ইসলাম মবিন, সচেতন নাগরিক কমিটি ( সনাক) যশোরের সভাপতি অধ্যাপক সুকুমার দাস, টিআইবি যশোরের সমন্বয়কারী আনিসুর রহমান প্রমুখ । সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। তবে আইনটির সুফল পেতে অধিকতর প্রচারণা দরকার। স্বপ্রণোদিত তথ্য প্রকাশে সরকার জাতীয় তথ্য বাতায়নের আওতায় জেলা তথ্য বাতায়ন তৈরী করলেও তথ্যের হালনাগাদের অভাবে তা ফলপ্রসূ হচ্ছেনা। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য কমিশনের অভিযোগের শুনানীসহ বেসরকারি উন্নয়ন সংস্থাকেও তথ্য অধিকার আইনের আওতায় এনে তথ্য প্রদানে সম্পৃক্ত করাসহ নানা সুপারিশ প্রদান করেন বক্তারা।সভায় জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলা পর্যায়ে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত