Monday, September 16, 2024

বাড়ছে ভারত-পাকিস্তান উত্তেজনা, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

- Advertisement -

সীমান্তবিরোধ নিয়ে চীন ও নেপালের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরেক প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে নতুন করে দিল্লির কূটনৈতিক বিরোধ সৃষ্টি হয়েছে। ভারত সরকার নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর গত মঙ্গলবার একই ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলছেন, চীনের ঘটনা থেকে জনগণের মনযোগ সরাতে দিল্লি পাকিস্তানে হামলার পায়তারা করছে। তেমন কিছু ঘটলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।  মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নয়াদিল্লিতে অবস্থানরত পাকিস্তানের হাইকমিশনের কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে লেনদেনের অভিযোগ আনা হয়। বিবৃতিতে পাকিস্তান হাইকমিশনের কর্মীর সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।ভারতের ওই অভিযোগকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের কর্মীরা কূটনৈতিক নীতিমালা মেনেই দায়িত্ব পালন করছিলেন। তারপরও নয়াদিল্লি এমন ব্যবস্থা নেওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে তারাও ভারতীয় হাইকমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে।স্বাধীনতার পর থেকেই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বী এই প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা নিয়মিতই ঘটে। অধিকাংশ সময় এসব বহিষ্কারের পেছনে থাকে গুপ্তচরবৃত্তির অভিযোগ। সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে কর্মরত দুই পাকিস্তানিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশে ফেরত পাঠানো হয়। তারা দুজনই ভিসা বিভাগে কর্মরত ছিলেন।পাল্টা পদক্ষেপ হিসেবে ১৬ জুন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মীকে গ্রেপ্তার করে পাকিস্তানের পুলিশ। পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, একটি সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই ভারতীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গ টেনে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের অনিষ্টকর প্রচারণা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের অবৈধ কার্যক্রমকে ঢাকতে পারবে না।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ভারতকে হুঁশিয়ারি করে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যেকোনও ধরনের হামলা থেকে বিরত থাকুন, তা না হলে ভারতের সামরিক হামলার বিরুদ্ধে পূর্ণশক্তি দিয়ে জবাব দেবে ইসলামাবাদ। বুধবার পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও টিভিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, চীন সীমান্তে সাম্প্রতিক সংঘাতের ঘটনা ধামাচাপা দিতে এবং ভারতের জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ভারত পাকিস্তানের উপর হামলার ষড়যন্ত্র করছে।পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মী বহিষ্কারের ঘোষণায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। ফলে এই অঞ্চল নতুন করে অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত