রাত পোহালেই বাবরি ধ্বংস মামলার রায়দান। সকল অভিযুক্তকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। তারপরেও একাধিক হাই প্রোফাইল অভিযুর্ত লালকৃষ্ণ আডবানী , মুরলী মনোহর যোশী, কল্যান সিং, উমা ভারতীরা অনুপস্থিত থাকতে পারেন আদালতে। এদিকে রায়দানের কথা মাথায় রেখেই উত্তরপ্রদেশে আটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।১৯৯২ সালে মসজিদ ভাঙার মামলায় নাম জড়ায় একাধিক বিজেপি নেতার। ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা এখনও চলছে। এদের মধ্যে রয়েছে একাধিক হাই প্রোফাইল বিজেপি নেতা-নেত্রীরাও। ওয়াকিবহাল মহলের মতে, ৩০ সেপ্টেম্বর, বুধবার তাঁদের ভাগ্য নির্ধারণ করবে সিবিআই আদালত।সকল অভিযুক্তকে এদিন আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। কিন্তু বয়স ও করোনা পরিস্থিতিকে হাতিয়ার করে অভিযুক্তরা অনেকেই আদালতের নির্দেশকে এড়িয়ে যাচ্ছেন বলে খবর।একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অভিযুক্ত লালকৃষ্ণ আডবানী মুরলী মনোহর যোশী আদালতে থাকবেন না। তাঁরা বয়সজনিত কারনে সশরীরে উপস্থিতি থেকে রেহাই চেয়েছেন। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী আডবানীর বয়স ৯২ বছর ও যোশীর বয়স ৮৬ বছর। এদিকে করোনা আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভরতি আরেক অভিযুক্ত বিজেপি নেত্রী উমা ভারতী। তিনি আদালতে হাজির থাকতে পারবেন না। আরও দুই অভিযুক্ত কল্যান সিং ও রাম মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নিত্যগোপাল দাসও সবেমাত্র করোনাকে হারিয়ে সের উঠেছেন। স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে তাঁরা আদালতে গরহাজির থাকবেন বলে খবর।
অনলাইন ডেস্ক