Saturday, September 14, 2024

জাতিসংঘের গাড়িতে যৌন সম্পর্ক, ভিডিও ভাইরাল

- Advertisement -

জাতিসংঘের গাড়িতে যৌন সম্পর্কের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইজরায়েলের শহর তেল আবিবের ওই ঘটনাটির বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে সংস্থাটি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। গতকাল শুক্রবার মাত্তিয়া মের্টা নামের এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে জাতিসংঘের গাড়ি একদম পরিষ্কার বোঝা গেছে।জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, ‘খুব দ্রুত ঘটনাটির তদন্ত শেষ করা হবে। ভিডিওতে দেখা ব্যক্তিকে আমরা প্রায় শনাক্ত করে ফেলেছি। ভিডিওতে যা দেখা গেছে তা নিয়ে আমরা মর্মাহত এবং খুব বিরক্ত। ঘটনাটিকে জঘন্য মন্তব্য করে ওই কর্মকর্তা বলেন, ‘এমন আচরণ জঘন্য। কোথায় ঘটেছে সে বিষয়ে আমরা জানতে পেরেছি।’ গাড়িটি তেল আবিবের সমুদ্র সৈকতের কাছে ছিল। ভিডিওতে কোনো যাত্রীর মুখই স্পষ্ট বোঝা যায়নি। জাতিসংঘ কর্মকর্তাদের ধারণা, অভিযুক্ত ব্যক্তি তাদেরই কোনো কর্মী। কর্মীদের যৌনতা বিষয়ক আচরণ নিয়ে জাতিসংঘ সব সময় কঠোর। গত কয়েক বছরে একাধিক কর্মীকে বরখাস্ত করেছে সংস্থাটি।

অনলাইন ডিস্ক

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত